বিবাহিত নারী

১৯০৮ সালের ৯ জানুয়ারি। ফ্রান্সে জন্মগ্রহণ করলেন এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব যাঁর পাণ্ডিত্যে, বৈদগ্ধ্যে, বিতর্কে বদলে গেল পৃথিবীর নারী-আন্দোলনের ইতিহাস। তিনি সিমোন দ্য বোভোয়ার। দার্শনিক সার্ত্রের আজীবন বন্ধু। ১৯৪৯ সালে প্রকাশিত হল তাঁর ভুবনবিখ্যাত বই ‘ল্য দোজিয়েম সেক্স’। অনেক প্রবন্ধের সংকলনগ্রন্থ এটি। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ‘বিবাহিত নারী’। এসকেসিউ-এর পাতায় এবার থেকে প্রতি দু-সপ্তাহ অন্তর ধারাবাহিকভাবে প্রকাশিত হবে সেই প্রবন্ধেরই বাংলা অনুবাদ। ফরাসি থেকে বাংলায়। আজ প্রথম পর্ব।

by চন্দন আঢ্য | 10 November, 2020 | 969 | Tags : Feminism Simone de Beauvoir Married Woman France

বিবাহিত নারী (পঞ্চম পর্ব)

বিয়ে যেহেতু একজন পুরুষের চেয়ে একজন মহিলার কাছে অনেক বেশি সুবিধার, তাই জন্যই একজন মহিলা বিয়ে করার ব্যাপারে অনেক বেশি লালায়িত থাকেন। অথচ বিবাহ তাঁর কাছ থেকে অনেক বেশি ত্যাগ দাবি করে। বিশেষত অতীতের সঙ্গে অনেক বেশি নিষ্ঠুর চিড় ধরিয়ে দেয়। দেখা যায়, অনেক কিশোরীই বিয়ের জন্য তার বাপের বাড়ি ছাড়ার ব্যাপারে পীড়িত বা যন্ত্রণার্ত থাকে। (পঞ্চম পর্ব)

by চন্দন আঢ্য | 14 January, 2021 | 750 | Tags : Feminism Married Woman Marriage Emancipation

বিবাহিত নারী (চতুর্দশ পর্ব)

পুরুষের পেশাই হল কাজ করা। তাঁকে উৎপাদন করতে হবে, লড়াই করতে হবে, সৃষ্টি করতে হবে, অগ্রগতি লাভ করতে হবে, মহাবিশ্বের সামগ্রিকতা এবং ভবিষ্যতের অনন্ততার দিকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে। কিন্তু ঐতিহ্যবাহী বিবাহ নারীকে আহ্বান জানায় না স্বামীর সঙ্গে এই উত্তরণের পথে। অবিচলতার মধ্যে নারীকে তা বন্দি করে রাখে।

by চন্দন আঢ্য | 29 September, 2021 | 498 | Tags : Married Woman Feminism Happiness Bourgeois Society